প্রাথমিক শিক্ষার্থী প্রোফাইল প্রণয়ন এ তথ্য এন্ট্রি সমস্যা ও সমাধান | Primary Unique ID

সার্ভার মেইনটেইন্যান্স এর কাজ চলমান। এজন্য প্রাথমিক শিক্ষার্থী প্রোফাইল প্রণয়ন এর তথ্য এন্ট্রিতে সমস্যা হচ্ছে। আশা করা যায়, আগামী রবিবার/সোমবার সার্ভার ঠিক হয়ে যাবে।  

তথ্য এন্ট্রি সমস্যা হলে টেকনিক্যাল সহযোগিতা DPE-CRVS S group এ পোস্ট দিয়ে অথবা ম্যানুয়াল এর সাথে সাপোর্ট ইঞ্জিনিয়ার এর নাম্বার দেওয়া আছে প্রয়োজনে সহযোগিতা নিতে পারবেন।

প্রাক-প্রাথমিক এর ৫ লক্ষ ২৭ হাজার ডাটা এ পর্যন্ত এন্ট্রি হয়েছে।  উপরোল্লিখিত তথ্য crvs dpe gov bd থেকে জানা গেল।

প্রাথমিক শিক্ষার্থী প্রোফাইল প্রণয়ন এ তথ্য এন্ট্রি সমস্যা ও সমাধান | Primary Unique ID

Q: প্রণয়ন নির্দেশিকায় বলা আছে,  লাল তারকা চিহ্নিত ফিল্ড অবশ্যই পূরণ করতে হবে; আবার একই নির্দেশিকার শেষ দিকে লেখা আছে পিতা অথবা মাতা যেকোনো ১ জনের NID’র তথ্য দিয়ে পরবর্তী পেইজে যাওয়া যাবে অথচ উভয় ফিল্ডে লাল তারকা চিহ্ন রয়েছে। ১ জনের তথ্য দিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে যার তথ্য দেইনি আইডিতে তার নাম আসেনি। অর্থাৎ পিতার তথ্য না দিলে পিতার নাম unique ID তে ফাঁকা থাকে অর্থাৎ আসে না।

উত্তর: টেকনিক্যাল সমস্যা, ঠিক হয়ে যাবে।

Q: প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের ন্যূনতম বয়স কত হবে?

উত্তর:  কোন বয়সের বার নেই। প্রাক প্রাথমিক এ যে বয়স উল্লেখ করে ভর্তি হয়েছে সে বয়স দিবেন।

Q: ট্রেইনিং-এর সময় যে শিক্ষার্থীর তথ্য দিয়ে ট্রাই করা হয়েছে তাদের তথ্য পুনরায় দেওয়া যাচ্ছে না। অটো মুছে যাওয়ার কথা ছিল।

উত্তর: পুনরায় তথ্য এন্ট্রির প্রয়োজন নেই। তথ্য সিআরভিএস থেকে এখনো মুছা হয়নি তাই আছে। সিআরভিএস সময়মত মুছবে।

Q: শিক্ষার্থীর তথ্য প্রদানকালীন কোনো কারনে কাজ বন্ধ হলে সব তথ্য হারিয়ে যায়। তথ্য পাওয়ার উপায় জানা দরকার।

উত্তর:টেকনিক্যাল সমস্যা। সমাধান হবে।

Q: ২০অক্টোবরের মধ্যে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী এবং উপবৃত্তিতে বাদ যাওয়া অন্যান্য শিক্ষার্থীদের তথ্য PRIMARY STUDENT PROFILE সফটওয়্যারে প্রদান করতে বলা হয়েছে। কিন্তু অনেক উপজেলায় এখনও প্রশিক্ষণ হয়নি। রাজাপুর উপজেলায়ও হয়নি।

উত্তর: প্রশিক্ষণ না হলেও তথ্য এন্ট্রি দিতে হবে সিআরভিএস থেকে তেমনটিই জানালেন।

Q: প্রশিক্ষণে দেখানোর জন্য Unique ID তৈরি করা হয়েছে তা ডিলিট করা প্রয়োজন।

 উত্তর:  সিআরভিএস থেকে সময়মত ডিলিট করা হবে।

Q: ইউনিক আইডিতে জন্ম নিবন্ধন Not Verified দেখাচ্ছে কেন ?

উত্তর: টেকনিক্যাল সমস্যা। রবি/সোমবারে সমাধান হবে।

Read More: 

শিক্ষার্থী প্রোফাইল এ তথ্য এন্ট্রি ( Student Profile) সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন।

সকলের জন্য শুভ কামনা।

About adminbd

John Romeo is a content writer.