সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে লিখিত পরিক্ষার নিয়মাবলী

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে লিখিত পরিক্ষার নিয়মাবলী 2022

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে লিখিত পরিক্ষা আগামী ২১ অক্টোবর সারাদেশের ৬৪ টি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সমাজকর্মী ইউনিয়ন পদে লিখিত পরিক্ষায় অংশগ্রহণ এর আগে যেসব গুরুত্বপূর্ন বিষয়ে জানতে হবে তা নিয়ে আলোচনা করা হলো।

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে লিখিত পরিক্ষায় পরীক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা প্রদান করা হয়েছেঃ 

পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই পরিক্ষার্থীদের স্ব স্ব পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। এর পর তাদের প্রবেশের অনুমতি থাকবে না।

পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা

  • পরীক্ষার্থীরা আসন গ্রহণ করার পর একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশিকাটি পড়ে শোনাবেন।
  • ওএমআরফরম বিতরণ ও পূরণ করা
  • ওএমআর ফরমের একটি নমুনা পরিশিষ্ট-২ দেয়া আছে।
  • পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে ওএমআর ফরম দেয়া হবে।
  • ওএমআর ফরম বিতরণ শেষে একজন পরিদর্শক ওএমআর ফরম পূরণ করার বিভিন্ন বিষয় বুঝিয়ে দিবেন।
    ওএআর ফরম-এ যে তথ্যগুলো দিতে হবে, সেগুলো হল-

(ক) রোল নম্বর,

(খ) লিঙ্গ,

(গ) সেট কোড,

(ঘ) প্রার্থীর নাম,

(ও) পিতার নাম,

(চ) মাতার নাম,

(ছ) জেলার নাম (নিজ জেলা) ও

(জ) প্রার্থীর স্বাক্ষর।

  • প্রশ্ন প্রাপ্তির পর প্রশ্নের সেট কোড অনুযায়ী ওএমআর ফরমে সেট কোডের বৃত্ত ভরাট করতে হবে।

পরীক্ষার্থীর হাতের লেখা সংরক্ষণ

ওএমআর ফরমের নির্দিষ্ট বক্সে বাংলায় ২(দুই)টি বাক্য ও ইংরেজিতে ২(দুই)টি বাক্য লিখতে হবে।

ওএমআর ফরম ও হাজিরা শীটে বৃত্ত পূরণে সতর্কতা

  • বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন বৃত্তের ভেতরের লেখাগুলো দেখা না যায়।
  • বৃত্তাকার ঘরগুলি অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে।
  • উত্তরপত্রে কোন অবাঞ্চিত দাগ দেওয়া যাবে না।
  • উত্তরপত্র কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
  • পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্ষ।

সমাজকর্মী ইউনিয়ন পদের নমুনা হাজিরা শীট 

সমাজকর্মী ইউনিয়ন পদের নমুনা হাজিরা শীট 
নমুনা হাজিরা শীট

প্রশ্নপত্র বিতরণ

পরীক্ষা শুরুর ঘন্টা পড়ার সাথে সাথে প্রশ্নপত্র বিতরণ শুরু করা হবে।

পরীক্ষার্থীদের হাজিরা গ্রহণ

  • কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীর প্রবেশপত্র অনুযায়ী ওএমআর ফরমের বিভিন্ন অংশ পূরণ করেছে কিনা তা পরীক্ষা করে দেখবেন।
  • এর ভিতর গুরুত্বপুণ অংশগুলো হলো- (ক) রোল নম্বর, (খ) লিঙ্গ, (গ) সেট কোড (ঘ) জেলার নাম (নিজ জেলা) ও (ও) প্রার্থীর স্বাক্ষর।
  • রোল নম্বরের বৃত্তগুলো ও সেট কোডের বৃত্ত ভরাট করতে ভুল করলে কিংবা হাজিরা শীটে স্বাক্ষর ও উপস্থিতি বৃত্তটি ভরাট না করলে. প্রশ্নের সেট কোড এবং ওএমআর এর ক্রমিক নং না লিখলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে

ওএমআর ফরমের নমুনা

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে লিখিত পরিক্ষার নিয়মাবলী
নমুনা ওএমআর ফরম

ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষার জন্য নির্দেশাবলী | DSS Somajkormi Exam 2022

  • এগুলো পূরণ করা আছে কিনা তা কক্ষ পরিদর্শক পরীক্ষা করবেন।
  • বৃত্ত ভরাট করতে পরীক্ষার্থী ভুল করার কারনে নতুন ওএমআর ফরম দেয়া হবে না।
  • কক্ষ পরিদর্শক হাজিরা সিটে (একটি নমুনা পরিশিষ্ট-৩ এ দেয়া আছে) পরীক্ষার্থীর স্বাক্ষর, উপস্থিতি বৃত্ত ও প্রশ্নের সেট কোড, ওএমআর এর ক্রমিক নং পরীক্ষার্থী সঠিকভাবে লিখেছে/পুরণ করেছে কিনা তা দেখবেন।
  • উপস্থিতি বৃত্তটি ভরাট করা খুবই জরুরি, কারন হাজিরা শীটটি মেশিনে পড়া হয় এবং এই বৃত্তটির মাধ্যমে নির্ধারিত হয় পরীক্ষার্থী উপস্থিত নাকি অনুপস্থিত।
  • সবশেষে, কক্ষ পরিদর্শক ওএমআর ফরমে তার স্বাক্ষর দিবেন।

পরীক্ষা থেকে বহিষ্কার

  • পরীক্ষা চলা কালীন সময়ে যদি কোন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে, তাহলে তাকে নিয়ম অনুযায়ী বহিষ্কার করা হবে।

ওএমআরফরম সংগ্রহ

  • পরীক্ষার সময় শেষ হলে সকলকে লেখা বন্ধ করতে বলা হবে।
  • ওএমআর ফরমণ্ডলো ও প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছ থেকে তুলে নেয়া হবে।
  • সে গুলো গণনা করে হাজিরা শীটে স্বাক্ষর করা পরীক্ষার্থীর সংখ্যার সাথে মিলিয়ে দেখা হবে।
  • সবকিছু ঠিক থাকলে পরীক্ষার্থীদেরকে কক্ষ ত্যাগ করতে দেয়া হবে।

About adminbd

John Romeo is a content writer.

Check Also

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) …