নতুন এমপিওভুক্ত শিক্ষকদের যে সকল কাগজপত্র জমা দিতে হবে

নতুন এমপিওভুক্ত শিক্ষকদের যে সকল কাগজপত্র জমা দিতে হবে

নতুন এমপিওভুক্ত শিক্ষকদের যে সকল কাগজপত্র জমা দিতে হবেঃ New MPO ২৭১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের অনলাইন এমপিও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র মাউশি ও কারিগরি- মাদরাসা অধিদপ্তরে জমা দিতে হবে।

এমপিওভুক্তির প্রয়োজনীয় কাগজপত্র

  1. প্রতিষ্ঠানের প্যাডে আবেদন লিখতে হবে। যাতে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষর থাকতে হবে।
  2. নিয়োগ ও যোগদান পত্রের স্ক্যান কপি।
  3. নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক ও স্থানীয় প্রত্রিকার স্ক্যান কপি।
  4. নিয়োগ পরীক্ষার ফলাফলপত্র।
  5. গর্ভনিং বডি/কমিটির কপি (নিয়োগকালীন ও সর্বশেষ)
  6. প্রতিষ্ঠান খুলার প্রথম ও শেষ স্বীকৃতির কপি
  7. প্রতিষ্ঠানের প্রথম ও শেষ MPO এর কপি ( যদি থাকে)।

৮. রেজুলেশন

১. নিয়োগ বিজ্ঞপ্তি, 
২. নিয়োগবোর্ড গঠন, 
৩. নিয়োগ সুপারিশ, 
৪. নিয়োগ অনুমোদন 
৫. যোগদান অনুমোদন

আরো পড়ুন- 

  1. শেষ বেতন বিলের কপি যদি থাকে। ( স্কুল & কলেজ হয় তবে স্কুলের বেতন বিল দিতে হবে সাথে)
  2. শিক্ষকদের তালিকা প্রত্যেকের স্বাক্ষর সহ।
  3. প্রতিষ্ঠানেরর অবস্হান সর্ম্পকিত স্হানীয় চেয়ারম্যান/ মেয়রের সনদ।
  4. শিক্ষাগত যোগ্যতার সনদ ও শেষ পরীক্ষার মার্কশীট
  5. বিষয় অনুমোদনের কপি।
  6. পাসপোর্ট সাইজ ছবি।
  7. MPO আবেদন নিজ হাতে পূরন ও প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষর গ্রহন করে তার স্ক্যান কপি।
  8. জাতীয় পরিচয়পত্রের কপি
  9. শাখা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) অনুমোদন কপি
  10. ব্যাংক হিসাব নম্বর ও হিসাব খোলার সময় প্রথম টাকা জমাদানের রশিদ।
  11. শিক্ষক নিবন্ধনের সনদ
  12. প্রতিষ্ঠান অথবা কলেজ শাখার প্রথম ও শেষ পাঠদানের অনুমতির কপি
  13. বিষয়ভিত্তিক সকল শ্রেণির এবং একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীর তালিকা
  14. শাখাভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) শিক্ষার্থীর তালিকা।

ক্ষেত্র বিশেষে আরো কাগজপত্র লাগতে পারে।

বিঃ দ্রঃ সকল কাগজপত্রই স্ক্যান করে নিতে হবে। যেহেতু অনলাইন আবেদন করতে হবে। আপনার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শুধু হার্ডকপি জমা দিতে হবে।

এমপিওভুক্তির প্রয়োজনীয় কাগজপত্র

About adminbd

John Romeo is a content writer.

Check Also

আগামী নভেম্বরে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ- এনটিআরসিএ

আগামী নভেম্বরে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ- এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০,০০০ শিক্ষক নিয়োগের জন্য …