ইউনিক আইডি: প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের নিয়ম

প্রাক-প্রাথমিক শ্রেণির ইউনিক আইডির ডাটা এন্ট্রি শুরু হয়েছে আজ । যে সকল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ প্রশিক্ষণ পেয়েছেন সে সকল বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির প্রোফাইল প্রণয়ন প্রকল্পে ডাটা এন্ট্রি করতে হবে।  

পত্রের নির্দেশনা মোতাবেক ডাটা এন্ট্রির সময় : ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত চলবে। 

যে কোন সমস্যার জন্য CRVS DPE  এর হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারেন

প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির নিয়মাবলীঃ 

১. প্রথমে প্রাথমিক বিদ্যালয়ের ইউনিক আইডি ডাটা এন্ট্রির জন্য নির্ধারিত ওয়েবসাইটে/ ইউনিক আইডি সার্ভার এ প্রবেশ করুন।

২. এবারে আপনার জন্য নির্ধারিত ইউজার নেম হিসেবে IPEMIS এ ব্যবহৃত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড হিসেবে IPEMIS এ ব্যবহৃত পাসওয়ার্ড প্রদান করুন। 

ইউনিক আইডি: প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের নিয়ম

৩. লগইন বাটনে ক্লিক করে লগইন করলে নিচে দেয়া ছবির মতো ড্যাশবোর্ড দেখতে পাবেন। 

ইউনিক আইডি: প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের নিয়ম

৪. ড্যাশবোর্ড এ শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করুন। 

৫. এবারে শিক্ষার্থী নিবন্ধন এই অপশনে প্রবেশ করুন। 

৬. শিক্ষার্থী নিবন্ধন এ গেলে আপনি নিচে দেয়া ছবির মতো একটি ফর্ম পাবেন । এটি পূরন করে পরবর্তী বাটনে ক্লিক করুন। 

৫. এবারে শিক্ষার্থী নিবন্ধন এই অপশনে প্রবেশ করুন। 

 

৭. পরবর্তী ধাপে সকল তথ্য পূরন করে যাচাই করে সংরক্ষন করুন। 

এভাবে আপনি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিক আইডির তথ্য পূরন ও ইউনিক আইডি চেক করতে পারবেন। 

আরো পড়ুন – 

crvs dpe gov bd এর লক্ষ্যমাত্রা :

  • প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ২ কোটি ১৭ লক্ষ (বেজলাইন) এবং প্রকল্পের ২য় ও ৩য় বছরে নতুন ভর্তিকৃত ৭০ লক্ষ শিক্ষার্থীর প্রোফাইল প্রস্তুত করা।
  • প্রতিবছর প্রাথমিক বিদ্যালয়ে, এবতেদায়ী মাদ্রাসা, কিন্ডার গার্টেন, এনজিও স্কুল, রস্ক স্কুল ও সরকারি-বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রোফাইল প্রস্তুত করা।
  • প্রাথমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে একক পরিচিতি (Unique ID) নম্বর প্রদান।
  • প্রাথমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে একক পরিচিতি নম্বরের ভিত্তিতে আইডি কার্ড প্রদানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত অন্যান্য সেবা (যেমন: বই বিতরণ, ভর্তি ও উপবৃত্তি, ইত্যাদি) প্রদান। 
  • ধাপে ধাপে এটিকে বিভিন্ন নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রেও ব্যবহার করা হবে। 

ইউনিক আইডি: প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের প্রোফাইল

সোমবার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প থেকে এই নির্দেশনা সহ সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

ইউনিক আইডি নোটিশ 2022 – 

সৈয়দ শামসুদ দোহা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রোফাইল প্রিপারেশন প্রকল্প বাস্তবায়নের আওতায় উপজেলার শিক্ষার্থীদের ইউনিক আইডি (Unique ID) প্রদানের লক্ষ্যে প্রকল্প পরিচালক ড. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের ডেটা প্রকল্প সার্ভারে (crvs. dpe.gov.bd) 11 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে অনলাইন এন্ট্রি সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে যে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ডেটা উপবৃত্তি থেকে স্থানান্তর করা হবে। অতএব, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিভাগগুলির জন্য ডেটা এন্ট্রির প্রয়োজন নেই। চিঠিতে সকল শিক্ষার্থীর সঠিক তথ্য দিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ইউনিক আইডি ফরম ডাউনলোড করুন নিচের পোস্টে গিয়ে –  unique id form

ইউনিক আইডি না করলে কি হবে?

এটি না করলে আপনাকে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে ঘবে। আপনি উচ্চশিক্ষা গ্রহণ করতে গেলে বাধার সম্মুখীন হবেন।

ইউনিক আইডি অনলাইন আবেদন

About adminbd

John Romeo is a content writer.

Check Also

প্রাথমিকের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা প্রদান

প্রাথমিকের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা প্রদান

২০২১-২২ অর্থবছরের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা এন্টি, যাচাই-বাছাই ও অনুমোদন …