ইউনিয়ন সমাজকর্মী পদের প্রবেশপত্র ডাউনলোড ২০২২। admit dss gov bd

ইউনিয়ন সমাজকর্মী পদের প্রবেশপত্র ডাউনলোড ২০২২। admit dss gov bd

সমাজসেবা বিভাগের ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষার (MCQ) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ অক্টোবর সারাদেশের ৬৪টি জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।এটি নুরুল বাসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সমাজসেবা অধিদপ্তরে তৃতীয় শ্রেণির ইউনিয়ন সমাজকর্মী এর স্থায়ী রাজস্ব পদে 463 টি শূন্য পদ রয়েছে। সারাদেশ থেকে সমাজকর্মী পদে আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সে অনুযায়ী একটি পদে লড়বেন ১ হাজার ৪৩০ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীরা এই ওয়েবসাইট (http://admit.dss.gov.bd) থেকে সমাজকর্মী পদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন-  16 থেকে 20 অক্টোবর পর্যন্ত। আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এই নম্বর (01552146056) থেকে সমাজকর্মী পদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীদের একটি টেক্সট মেসেজ পাঠানো হবে।

সমাজকর্মী ইউনিয়ন 

  • মোট শূন্যপদ: ৪৬৩
  • মোট এমসিকিউ প্রার্থীঃ ৬,৬২,২৭০ জন
  • পরীক্ষার ধরনঃ MCQ
  • পরীক্ষার স্থানঃ নিজ জেলা
  • পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর, ২০২২
  • পরীক্ষার সময়ঃ সকাল ১০ টা 

ইউনিয়ন সমাজকর্মী পদের প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম 

  • প্রথমেই সমাজসেবা অধিদপ্তরের প্রবেশপত্র সংগ্রহকৃত অফিচিয়াল ওয়েবসাইট http://admit1.dss.gov.bd:8086/att/applicant/login তে যেতে হবে।
  • এবার আপনার ইউজার আই.ডি নম্বর দিতে হবে
  • তারপর পাসওয়ার্ড দিন
  • শেষ ধাপে জমা (সাবমিট) বাটুনে ক্লিক করুন (আপনার তথ্য সব ঠিক থাকলে চলে আসবে)
  • প্রবেশ পত্র ডাউনলোড অপশনে ক্লিক করে প্রিন্ট দিয়ে ডাউনলোড করুন

Also Read- 

admit dss gov bd / ইউনিয়ন সমাজকর্মী পদের প্রবেশপত্র নমুনা

ইউনিয়ন সমাজকর্মী পদের প্রবেশপত্র ডাউনলোড ২০২২। admit dss gov bd

About adminbd

John Romeo is a content writer.

Check Also

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) …