বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও আপিল কমিটির সভা আগামী রোববার হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী সোমবার (১ নভেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন উপশিব সোনা মনি চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা-২০২১-এর ২০ ধারা অনুযায়ী মাধ্যমিক-২ শাখার অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে এমপিও আপিল কমিটির সভা অনুষ্ঠিত হবে।
রোববার সকাল ১১টার পরিবর্তে ১১ নভেম্বর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেয়ার পরে বিভিন্ন কারণে যে সকল প্রতিষ্ঠান বাদ পরেছে তাদের আপিলের সুযোগ দিয়েছিলেন শিক্ষা মন্ত্রনালয়। আপিল আবেদন শুনানি নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে কয়েকবার এমপিও আপিল শুনানির বিষয়ে সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ পরিবর্তন করেছে মন্ত্রণালয়।
এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখুন এখানে
এদিকে এমপিও আপিল আবেদন শুনানির জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার এমপিও বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।