উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি)”র সূত্রোক্ত স্মারক দাখিল, আলিম, ফাজিল এবং কামিল পর্যায়ের যথাক্রমে ২৬৪ টি, ৮৫ টি, ৬ টি এবং ১১ টি সর্বমোট ৩৬৬টি মাদ্রাসা এমপিওভুক্ত করায় বর্ণিত মাদ্রাসাসমূহের অনুকূলে MPO Code বরাদ্দের নিমিত্তে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ/মতামতের ভিত্তিতে সংযুক্ত তালিকা অনুযায়ী মাদ্রাসার অনুকূলে এমপিও কোড বরাদ্দ প্রদান এবং ব্যাংকের নাম নির্ধারণ করা হলো।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (সংশোধিত ২০২০ এবং পরিমার্জিত ২০২১) অনুযায়ী এমপিও কোডপ্রাপ্ত মাদ্রাসায় বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও যোগ্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি (এমপিও) প্রাপ্তির লক্ষ্যে নিমোক্ত কার্যক্রম পর্যায়ভিত্তিক গ্রহণের জন্য অনুরোধ করা হলো:
নতুন এমপিওভুক্ত মাদ্রাসা সমূহের এমপিও কোড প্রদান
১। নতুন এমপিও কোড প্রাপ্ত মাদ্রাসার অধ্যক্ষ/সুপার সংযুক্ত নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করে মাদ্রাসা শিক্ষা
অধিদপ্তরের মেমিস সফটওয়্যারে ( www.memis.gov.bd ) রেজিস্ট্রশন সম্পন্ন করবেন। রেজিস্ট্রশন সম্পন্ন হওয়ার পর উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট থেকে আইডি ও পাসওয়ার্ড প্রাপ্তি স্বাপেক্ষে মেমিস সফটওয়্যারে লগইন করে শিক্ষক-কর্মচারীগণের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু করবেন;
২। সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট মাদ্রাসার জন্য নির্ধারিত ব্যাংকে প্রত্যেক শিক্ষক-কর্মচারী বেতন-ভাতাদি প্রান্তির জন্য
নির্ধারিত ব্যাংকে ডিজিটাল হিসাব খুলতে হবে।
৩। এমপিও কোড প্রাপ্ত মাদ্রাসার বিধি মোতাবেক নিয়োগণ্রাপ্ত ও যোগ্য শিক্ষক-কর্মচারীদের প্রত্যেককেই আলাদাভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (সংশোধিত ২০২০ এবং পরিমার্জিত ২০২১) এর পরিশিষ্ট-ঙ তে নতুন এমপিও”র জন্য বর্ণিত ডকুমেন্টস/তথ্যাদি সংযুক্তপূর্বক অধ্যক্ষ/সুপারের মাধ্যমে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর মেমিস অনলাইন সফটওয়্যারে আগষ্ট/২০২২ থেকে প্রতিমাসের ৫ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে এমপিওভুক্তির আবেদন দাখিল করবেন।
8. উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মাদ্রাসা থেকে অনলাইনে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইপূর্বক প্রতিমাসের ১০ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস MEMIS সফটওয়্যারে প্রেরণ করবেন।
৫। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ/সুপার এর যৌথ স্বাক্ষরে ৩০০/- (তিনশত) টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে এতদসঙ্জে সংযুক্ত মূল অর্ীকারনামা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে দাখিলপূর্বক এর স্ক্যানকপি অনলাইন আবেদনে সংযুক্ত করতে হবে।
৬। এমপিওভুক্তির জন্য জাল শিক্ষাগত যোগ্যতার সনদ/নিবন্ধন সনদ, জাল নিয়োগসহ অন্যান্য অবৈধ ডকুমেন্টস/রেকর্ড
দাখিল এবং প্যাটার্ণ বহির্ভৃত পদে এমপিওভুক্তির জন্য আবেদন প্রেরণ করলে মাদ্রাসার অধ্যক্ষ/সুপার/মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি/সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অঙ্গীকারনামার নমুনা
অনলাইন রেজিস্ট্রেশনের আবেদন ফরম
অনলাইন রেজিস্ট্রেশনের আবেদন PDF Download
- নতুন এমপিওভুক্ত দাখিল মাদ্রাসার এমপিও কোড তালিকা পিডিএফ
- নতুন এমপিওভুক্ত আলিম মাদ্রাসার এমপিও কোড তালিকা পিডিএফ
- নতুন এমপিওভুক্ত ফাজিল মাদ্রাসার এমপিও কোড তালিকা পিডিএফ
- নতুন এমপিওভুক্ত কামিল মাদ্রাসার এমপিও কোড তালিকা পিডিএফ
সংযুক্তি:
(১) নতুন এমপিওভুক্ত/স্তর পরিবর্তনকৃত ৩৬৬টি মাদ্রাসার কোড এবং ব্যাংকের তথ্যাদি
(২) অঙ্গীকারনামার নমুনা ও
(৩) অনলাইন রেজিস্ট্রেশনের আবেদন ফরম