প্রাইমারি নিয়োগ ভাইভা প্রস্তুতি নিবেন যেভাবে। Primary Viva Preparation

প্রাইমারি নিয়োগ ভাইভা প্রস্তুতি নিবেন যেভাবে। Primary Viva Preparation

প্রাইমারি নিয়োগ ভাইভা প্রস্তুতি নিবেন যেভাবে। Primary Viva Preparation: মৌখিক পরীক্ষা হচ্ছে সশরীরে পরীক্ষকদের সামনে নিজের উপস্থাপনা করা। ইংরেজিতে একে ওরাল টেস্ট বা VIVA বলা হয়। এর পূর্ণরূপ পূর্ণরূপ হল Viva Voice । এটি  ল্যাটিন শব্দ আক্ষরিক অর্থ with the living voice । মানসিক বুদ্ধিমত্তায় মৌখিক পরীক্ষার প্রথম শর্ত। 

লিখিত পরীক্ষায় একজন ছাত্রের জ্ঞানের গভীরতা জানা যায় না। আর সেটি জানার জন্য দরকার মৌখিক পরীক্ষার। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ  হয়েছে। প্রথম ধাপের মৌখিক পরীক্ষা  আগামী 12 ই জুন 2022 তারিখে শুরু হবে। আমরা  আজ  ভাইভা পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানব। 

প্রাইমারি নিয়োগ ভাইভা প্রস্তুতি

 প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদের লিখিত পরীক্ষায় একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা মূলক পরীক্ষা হয়। কেউ যদি লিখিত পরীক্ষায় মোটামুটি ভালো করে এবং মৌখিক পরীক্ষা ভালো করে তবে তার সাফল্য লাভের সম্ভাবনা খুব বেশি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা অন্যান্য চাকরির ভাইভা থেকে কিছুটা আলাদা। এভাবেই প্রার্থীর নিজ জেলা ও উপজেলা  থেকে যেমন প্রশ্ন করা হয়। ঠিক তেমনি নিজ নিজ পাঠ্য বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়।  মৌখিক পরীক্ষায় সাধারণত সাধারণ জ্ঞানের জন্য প্রার্থীর জেলা / থানার  আয়তন জনসংখ্যা সংস্কৃতি ইতিহাস রাজনীতি ইত্যাদি সম্পর্কে ধারণা রাখা জরুরি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা পরীক্ষায় অবশ্যই এসব জেনে যাবেন।

 এখন আমরা ভাইভা পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবো।

 প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার নম্বর বন্টন-

 প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ  মৌখিক পরীক্ষায় 20 নম্বর থাকে এবং লিখিত পরীক্ষা 80 নম্বর। 100 নম্বরের মধ্যে আপনি কত নম্বর পেলে তার ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। 

আসুন দেখে নেই নম্বর বন্টন-

  • একাডেমিক ফলাফলের ওপর রয়েছে 10 নম্বর
    • এসএসসিতে জিপিএ 5 এর মধ্যে 3.5 এর উর্দ্ধে পেলে 4 নম্বর এবং জিপিএ 3.5 এর কম  পেলে  3 নম্বর।
    • এইচএসসিতে জিপিএ 5 এর মধ্যে 3.5 এর উর্দ্ধে পেলে 4 নম্বর এবং জিপিএ 3.5 এর কম পেলে তিন নম্বর পাবেন।
    • স্নাতক পর্যায়ে জিপিএ 4 এর মধ্যে 2.75 এর উর্দ্ধে পেলে দুই নম্বর পাবেন।
  • নিজের ব্যক্তিত্ব প্রকাশ ও উপস্থাপনের জন্য 5 নম্বর।
  • সাধারণ জ্ঞান ও সহশিক্ষা কার্যক্রম এর উপর রয়েছে 5 নম্বর।

 এই হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার নম্বর বন্টন।

আরও দেখুন-

প্রয়োজনীয় কাগজপত্র জমাদান

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র নিজ জেলা প্রার্থমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।প্রয়োজনীয় কাগজপত্র গুলো হল-

  •  অনলাইন আবেদনের কপি
  •  লিখিত পরীক্ষার প্রবেশপত্র
  •  নাগরিকত্ব সনদপত্র
  •  এসএসসি পরীক্ষার সার্টিফিকেট
  •  এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট
  •  স্নাতক পর্যায়ের সার্টিফিকেট

উল্লেখ্য যে কোন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে সেই প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়াও কাগজপত্র জমা দেয়ার পর কর্তৃপক্ষের নিকট একটি প্রাপ্তি-স্বীকারপত্র নিতে হবে। উক্ত প্রাপ্তি স্বীকার পত্র টি মৌখিক পরীক্ষার দিন অন্যান্য কাগজপত্র সাথে বোর্ডে উপস্থাপন করতে হবে ।

মৌখিক পরীক্ষার সময় সীমা মৌখিক পরীক্ষায় সাধারণত একজন প্রার্থীকে 2 মিনিট থেকে 15/ 20 মিনিট রাখা হতে পারে। এর জন্য মানসিকভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে। বেশি সময় ধরে প্রশ্নকর্তা প্রশ্ন করলে আপনাকে ঘাবড়ানো যাবে না। বরং ধরে নিতে হবে তারা আপনাকে চাকরির জন্য যোগ্য মনে করেই যাচাই করছে। মৌখিক পরীক্ষার বোর্ডের অবশ্যই সব সময় ইতিবাচক ধারণা রাখবেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা বোর্ড

 শিক্ষক নিয়োগ ভাইভা বোর্ডে মোট তিনজন সদস্য থাকবে। তারা হচ্ছেন আপনার নিজ জেলার ডিসি, জেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট জেলার পিটিআই ইন্সট্রাক্টর।  তবে ক্ষেত্র বিশেষে  বর নেই এর চেয়ে বেশি সদস্য থাকতে পারে।

 মৌখিক পরীক্ষার পোশাক

 ভাইভা পরীক্ষার জন্য পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে অবশ্যই মার্জিত পোশাক পরিধান করতে হবে।  ভাইভা বোর্ডে আপনার পোশাক অ্যাপিয়ারেন্স এক্সপ্রেশন এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। প্রার্থীর এসব বিষয়ে বোর্ডের সদস্যরা খেয়াল করেন। এজন্য নিজের জন্য উপযুক্ত পোশাক নির্বাচন করবেন। প্রাইমারি নিয়োগ ভাইভা প্রস্তুতি

ছেলেদের পোশাকঃ

  শার্টঃ  সাদা পোশাক অথবা সাদার ওপর যেকোনো স্ট্রাইপ হলেও চলবে। তবে আপনি অন্য রং এর মানানসই সাহায্য করতে পারেন। পকেট একটি কলম অবশ্যই রাখবেন।

 প্যান্টঃ  কালো রঙের ফরমাল প্যান্ট পড়বেন।

 হাত ঘড়ি জুতা বেল্টঃ  চামড়ার ফর্মাল হাত ঘড়ি, জুতা ও প্যান্টের সঙ্গে ম্যাচ করে কালো রংয়ের চামড়ার বেল্ট পড়তে পারেন। কালো রংয়ের ফরমাল সু পরিধান করবেন । টাই পড়ার প্রয়োজন নেই।

 যারা পাঞ্জাবী ও পায়জামা পড়তে চান সাদা রঙের পাঞ্জাবি পাজামা পরতে পারেন।  ভাইবার পাঁচ-ছয় দিন আগে অবশ্যই চুল কাটিয়ে নেবেন।  2/1 দিন আগে নক ছোট করে নিবেন। ভাইভার আগের দিন বা  ওইদিন সকালে  সেভ করে নিন অথবা দাড়ি থাকলে পরিপাটি  করে নিন। 

 প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার জন্য কি  পড়বেন?

  •  আপনার নিজের উপজেলা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
  •  নিজ জেলা সম্পর্কে এবং আপনার জেলার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানুন।
  •  আপনার জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পর্কে জানুন।
  •  মৌখিক পরীক্ষার জন্য আপনার অনার্সে পঠিত বিষয়ের মূল বিষয়গুলো ভালভাবে যান অর্থাৎ বেসিক সম্পর্কে ।
  •  বাংলাদেশের মুক্তিযুদ্ধ,  ভাষা আন্দোলন,  গণঅভ্যুত্থান ইত্যাদি সম্পর্কে জানুন।
  •  বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জানুন।
  • বর্তমান সরকারের সাফল্য কি কি তা জানুন।
  •  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কয়েকটি বই এবং তাদের লেখক লেখক সম্পর্কে জানেন।
  •  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের মৌলিক বিষয়গুলো জানান।
  • অবৈতনিক প্রাথমিক শিক্ষা ও ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান কর্মপরিকল্পনা সম্পর্কে  জানুন।
  •  আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা রাখবেন।
  • ভাইভা পরীক্ষা দিনের বাংলা, ইংরেজি এবং আরবি তারিখ অবশ্যই জেনে নেবেন।
  •  ছোট ছোট অনুবাদ জিজ্ঞাসা করতে পারে।
  •  প্রাথমিকের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের থেকে ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি ও জ্যামিতি অংশ থেকে প্রশ্ন হতে পারে।
  •  পদ্মা সেতু এবং মেট্রোরেল এ বিষয়ে ভাইভার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  •  এসডিজি গোল এবং করোনাভাইরাস সম্পর্কে বিস্তারিত দেখে নিবেন।

 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন।  মোটামুটি এসব বিষয় থেকেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার প্রশ্ন করা হয়।  আমরা আমাদের পরবর্তী পোস্টে জানিয়ে দিব কিছু নমুনা ভাইভা। 

 এই ছিল আজকের আলোচনা।পোস্টটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব দের দেখার সুযোগ করে দিবেন।

Md Majharul Islam
Assistant Teacher
Chandrapur Govt Primary School
Kaliganj, Lalmonirhat

প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা প্রস্তুতি

Primary Viva Preparation

প্রাইমারি নিয়োগ ভাইভা প্রস্তুতি

প্রাইমারি নিয়োগ ভাইভা সাজেশন 

About adminbd

John Romeo is a content writer.

View all posts by adminbd →