প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রোফাইল প্রণয়ন প্রকল্পে শিক্ষার্থীদের তথ্য আপডেট করার কাজ শুরু হয়েছে। crvs সার্ভারে কিভাবে লগইন করবেন? ইউজার আইডি ও পাসওয়ার্ড কি এসব জেনে নিবো আজ।
এবারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীর প্রোফাইল প্রণয়ন এর জন্য একটি এন্ড্রয়েড এপ্লিকেশন তৈরি করেছে। আপনি চাইলে এটি ডাউনলোড করে আপনার মোবাইল থেকেই শিক্ষার্থীর প্রোফাইল প্রণয়ন এর কাজ করতে পারবেন৷
CRVS Apps Download Link-
[button color=”blue” size=”medium” link=”http://crvs.dpe.gov.bd:8022/apk/StudentProfiling.apk” icon=”” target=”true”]Download Now[/button]
উপরের লিংকে ক্লিক করলে এপ্লিকেশন টি ডাউনলোড হবে। এরপরে আপনার ফাইল ম্যানেজার এর ডাউনলোড ফোল্ডারে গিয়ে মোবাইলে এপ্লিকেশনটি ইনস্টলেশন করে নিন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর প্রোফাইল তৈরি লগইন
এবারে আসুন কিভাবে লগইন করবেন সেটি জেনে নিই।
১. প্রথমে আপনার মোবাইল থেকে যে কোন ব্রাউজার এ প্রবেশ করুন।
২. নিচের লিংকে প্রবেশ করুন – http://crvs.dpe.gov.ব্দ
অথবা
এন্ড্রয়েড এপ্লিকেশন টি ওপেন করুন।
৩. নিচের ছবির মতো একটি পেজ দেখতে পারবেন।
আরো দেখুন –
প্রাথমিকের সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ নিশ্চিত করার নির্দেশনা
ইমেইল বা মোবাইল নম্বর কি হবে?
crvs user name / স্টুডেন্ট প্রোফাইল এর ইউজার নেম কি?
crvs সার্ভারে আপনি ইউজার আইডি বা মোবাইল নম্বর হিসেবে আপনার ipemis এ প্রদত্ত মোবাইল নম্বর ব্যবহার করবেন।
crvs password / স্টুডেন্ট প্রোফাইল এর পাসওয়ার্ড কত?
crvs সার্ভারে পাসওয়ার্ড হিসেবে আপনি ipemis এ প্রদত্ত পাসওয়ার্ড ব্যবহার করবেন।
এভাবে আপনি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন করার জন্য crvs dpe login করতে পারবেন।
প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে টীকা প্রদান করার লক্ষে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের মন্তব্য প্রকাশ করেছেন শিক্ষকগণ। একজন লিখেছেন -” এই বিষয়ের উপর বেশ কিছু উপজেলায় একটা প্রশিক্ষণ দেয়া হয়েছে কিন্তু এখনো বেশিরভাগ উপজেলায় প্রশিক্ষণ দেয়া হয় নি। যারা প্রশিক্ষণ পায়নি তাদের কি আর সুযোগ আছে কিনা?”
আর একজন লিখেছেন – কিছু উপজেলায় প্রশিক্ষণ হয়ে গেল কিন্তু বাকি উপজেলাগুলো প্রশিক্ষণ ছাড়াই কাজ করবে কিভাবে? বিষয়টি স্পষ্ট নয়।
পরবর্তী পোস্টে আমারা CRVS সার্ভারে কিভাবে তথ্য আপডেট করবেন এবং কিভাবে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন করবেন তা বিস্তারিত তুলে ধরবো।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ লিংক সমূহ –
- অনলাইনে আবেদনের কপি ডাউনলোড
- Click your desire IPEMIS
- শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি
- উপবৃত্তি ডাটা এন্ট্রি লিংক
Primary Student Unique ID | প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট ইউনিক আইডি
ইউনিক আইডি প্রাইমারি স্কুল | Primary school Student Profile | Prathomik student id