প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ অনুযায়ী এবারে সারা বাংলাদেশের পয়তাল্লিশ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করা হবে। ইতোমধ্যে এ নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা মোট ৩ ধাপে সম্পন্ন হয়েছে। সকল জেলায় এখন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ডিপিই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল খুব দ্রুত প্রকাশ করার পরিকল্পনা রয়েছে অধিদপ্তরের।
প্রাথমিক শিক্ষক নিয়োগ এ লিখিত পরীক্ষায় উত্তির্ন সকল প্রার্থী প্রাথমিক সহকারী শিক্ষক জেলা / উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা দেখতে চান। উপজেলায় কতটি পদ ফাঁকা আছে সেটি জানার কোনো পদ্ধতি নেই। কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শূন্য পদের তালিকা প্রকাশ করে না।
তবে আমরা আপনাকে উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা দেখার একটা পদ্ধতি জানাতে চাই।
এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ এ মূলত প্রাক – প্রাথমিক এ বেশী সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে। নব্য জাতীয়করণ করা প্রতিটি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষক পদ শূন্য রয়েছে। তাহলে সহজেই বলা সম্ভব উপজেলায় কতজন প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে।
এটি জানার জন্য আপনাকে অবশ্যই নব্য জাতীয়করণ হওয়া স্কুলের সংখ্যা বের করতে হবে। এই তালিকা দেখার একটি পদ্ধতি নিচে দেয়া হলো-
- প্রথমে মোবাইল/ কম্পিউটারে যে কোন ব্রাউজার থেকে এই লিংক এ প্রবেশ করুন – http://180.211.137.51:9193/Default.aspx
উপরে দেখানো ছবির মতো দেখতে পাবেন।
- রিপোর্ট ভিউ অপশন এ ক্লিক করুন। ক্লিক করলে Thana wise search list পাবেন। এখন সেখানে ক্লিক করুন।
- এখন আপনার নিজ বিভাগ, নিজ জেলা এবং উপজেলা নির্বাচন করে সাবমিট বাটন এ ক্লিক করুন।
আরো দেখুন –
প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা ২০২২। Primary Assistant Teacher Viva
- আপনার উপজেলার সকল স্কুলের তালিকা দেখতে পারবেন।
- এখানে বিদ্যালয়ের ধরন এ ৯৯ কোডের বিদ্যালয় সমূহ নব্য জাতীয়করণ স্কুল। নব্য জাতীয়করণ স্কুল সমূহ দেখে আপনি আপনার উপজেলায় কতটি শূন্য পদ আছে তা দেখতে পারবেন।
এভাবে আপনি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা দেখতে পারবেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ : উপজেলা ভিত্তিক শূন্য পদ দেখুন
১) এই ওয়েবসাইট দ্বারা উপজেলা/থানা ভিত্তিক সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা দেখা যাবে।
২) জেলা ভিত্তিক বিদ্যালয়ের তালিকা প্রদশর্নের জন্য কার্যক্রম চলছে।
৩) উপজেলা/থানা ভিত্তিক বিদ্যালয়ের তালিকা প্রদশর্নের জন্য Report View মেনু থেকে Thana Wise Sch List সাব মেনু ব্যবহার করতে হবে।
৪) উপজেলা/থানা ভিত্তিক তালিকা প্রদর্শনের জন্য Thana Wise Sch List সাব মেনু সিলেক্ট করা পর বিভাগ, জেলা ও উপজেলা/থানা নির্বাচন করে সাবমিট দিতে হবে।
৫) পুরাতন সরকারী বিদ্যালয়ের তালিকা শুরুতে এবং নবজাতীয়করণকৃত বিদ্যালয়ের তালিকা শেষের দিকে প্রদর্শিত হবে।
৬) প্রদর্শিত বিদ্যালয়ের তালিকা প্রিন্ট করা যাবে এবং পিডিএফ করে সংরক্ষণ করা যাবে।
৭) বিদ্যালয় সম্পর্কিত কোন পরামর্শ থাকলে প্রাথমিক ভাবে ইমেইলের মাধ্যমে আইএমডি, ডিপিইকে অবহিত করা যেতে পারে। তবে চুড়ান্ত সিদ্ধান্তের জন্য অবশ্যই মহাপরিচালক, ডিপিই বরাবর আবেদন করতে হবে।
৮) এই ওয়েব সাইট সম্পর্কিত কোন পরামর্শ থাকলে তা লিখে ‘siddik2005@gmail.com’ এই ইমেইল-এ ইমেইল করুন।
Primary School District wise vacancy list 2022
Primary School upazila wise vacancy list 2022
প্রাথমিকের জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা