প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা : প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা : প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা ১৯/০৭/২২

প্রাইমারির ভাইভা অভিজ্ঞতা -২১/০৭/২০২২ 

বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান

জেলাঃ ঠাকুরগাও

প্রশ্ন : PTI Super -আপনার নাম?কোথা থেকে পড়াশুনা করেছেন? কোন বিষয়ে অর্নাস?

PTI: রুশোর শিক্ষা তত্ত্ব কি?

আ‌মি‌: দু:খিত স‌্যার

PTI: বঙ্গভঙ্গ কবে হয়? কে করেন? বঙ্গভঙ্গ কবে রদ হয়? বঙ্গভঙ্গ কে রদ করেন? বঙ্গভঙ্গের ফলে ররবীন্দ্রনাথ কি লিখেন। গানটার নাম বললাম,ম্যাম বললেন গানটা কি জানেন।

আমি: সব উত্তর দিছি কিন্তু গানটার ক্ষেত্রে সরি বলছি।

PTI: ১৯১৯ সালে কি হয়েছিলো? এর প্রেক্ষিতে কেউ কিছু ত্যাগ করে? তা কি উপাধী এবং কত সালে পান?

আমি: জালিওয়ানবাগ হত্যা কাণ্ড, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধী ত্যাগ করে। তা পান ১৯১৫ সালে।

ডিসি স্যার: প্রথম থেকে মোবাইলে কথা বলতেছিল,মাঝ পথে নাম ও সাবজেক্ট কি জিজ্ঞাসা করল।

ডিপিও স্যার: ম্যাথ ৭*১/৭-১+৩

আমি: উত্তর ৩ বের করে দিলাম,স্যার দেখে রেখে দিলো।

PTI: ভিক্ষুক কি ভাবে ভ্যাট দেয়?

আমি: পণ্য ক্রয়ের মাধ্যমে।

PTI: পাগল কি ভাবে ভ্যাট দেয়?

আমি: সে তো কাণ্ডজ্ঞান সম্পূর্ণ নয় তাই সে কিছু ক্রয় করতে পারে না ও দেয় না।

PTI: প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু ও শেষ হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু ও শেষ হয়?

PTI: আপনার সার্ট নিয়ে ইংরেজিতে বাক্য বলুন।

আমি: তিনটা বললাম,তখন মেডাম বলল উপাদান নিয়ে বলেন,তখন দুটা বললাম।

PTI: একটা গান বলেন?

আমি: শুরু করেছি তখন মেডাম বলল কবিতা না গান বলেন, আমি মেডাম কে বললাম এটা গানই তবে আমার সুর তেমন ভালো না, একটু সুর দিয়ে পরে আবার বলেছি,ভাগ্যিস ডিপিও সার মাঝপথে থামায় বলল,ভালো হইছে।

আচ্ছা এবার আসুন।সালাম দিয়ে বের হয়েছি।

এই ছিলো প্রাইমারি শিক্ষক নিয়োগ এর আজকের ভাইভা অভিজ্ঞতা।

প্রাথমিক শিক্ষক নিয়োগ এর মৌখিক পরীক্ষা ৩য় ধাপ চলমান রয়েছে। এই পরীক্ষা শেষ হলে প্রাথমিক শিক্ষক নিয়োগ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১ম ধাপ, ২য় ধাপ ও ৩য় ধাপের ভাইভা ফলাফল একই সাথে প্রকাশ করা হবে।ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ সেপ্টেম্বর এর মাঝামাঝি সময়।

প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত ফলাফল প্রকাশ কবে?

About adminbd

John Romeo is a content writer.

Check Also

প্রাথমিকের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা প্রদান

প্রাথমিকের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা প্রদান

২০২১-২২ অর্থবছরের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা এন্টি, যাচাই-বাছাই ও অনুমোদন …