প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা ২০২২। Primary Assistant Teacher Viva

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা ২০২২। Primary Assistant Teacher Viva

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা ২০২২ঃ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ এর প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে । ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। আজ আমরা এখানে আজকের মৌখিক পরীক্ষার কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরব। আসুন দেখে নেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা অভিজ্ঞতা। 

সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২২ এর ৩য় ধাপের লিখিত পরীক্ষার রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে। আপনি ২য় ও ৩য় ধাপের ভাইভা পরিক্ষার্থী হলে এই পোস্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ।    

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা

প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতাঃ

তারিখ:১৫-০৬-২০২২

প্রার্থী : শহীদ হোসাইন চৌধুরী

বাঁশখালী,চট্টগ্রাম।

অনুমতি নিয়ে প্রবেশ করলাম।সালাম দিয়ে এগিয়ে যেতেই এডিসি স্যার  বসতে বললেন।

ডিসি স্যার না থাকায় এডিসি স্যার ভাইভা নিচ্ছেন।

স্যার-১: injectable sustanon 250 কাগজপত্র দিতে বললেন।

স্যার -২: স্বাক্ষর করতে বললেন।

এডিসি স্যার: লিখতে লিখতে আপনার জন্ম তারিখ বলুন।

এডিসি স্যার: আপনি ত ইতিহাস নিয়ে অনার্স মাস্টার্স করেছেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন?

আমি: স্যার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।

এডিসি স্যার: আপনি এখন কি করেন?

আমি: স্যার এখনো কিছু করছি না।চাকরির প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।

এডিসি স্যার: কোথায় কোথায় পরীক্ষা দিয়েছেন?

আমি: স্যার,বিসিএসের রিটেন দিয়েছি,ব্যাংকে অফিসার ও ক্যাশে  রিটেন দিয়েছি।

এডিসি স্যার: পাশ করেছেন?

আমি: স্যার, এখনো রেজাল্ট আসেনি।

এডিসি স্যার: প্রাইমারি ছাড়া অন্য কোথাও ভাইভা আছে?

আমি: জ্বি না স্যার।

স্যার -২: খাতা সামনে এগিয়ে দিয়ে একটি বাক্য লিখতে দিলেন।”বাংলাদেশ একটি স্বাধীন দেশ। OMR এর সাথে মিলিয়ে দেখলেন।

এডিসি স্যার: আপনি এখন আসতে পারেন।

আমি: সালাম দিয়ে বেরিয়ে আসলাম।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ১ম ধাপের ভাইভা অভিজ্ঞতা -২

ঢাকা,ডেমরা

ভাইভা অভিজ্ঞতা

প্রাথমিক সহকারি শিক্ষক

নাম:শাহনাজ পারভীন

তারিখ:১৬-৬-২২

(২ জন স্যার,২ জন ম্যাডাম)

আমি: আসতে পারি?

ম্যাডাম: আসুন,বসুন।আপনার নাম কি?

আমি: শাহনাজ পারভীন

ম্যাডাম: আপনি যে শাড়ি পড়ে আছেন এটা কি?

আমি: এটা জামদানি শাড়ি।

ম্যাডাম: আর কি এটা?

আমি: এটা বাংলাদেশের GI পন্য,ভৌগোলিক নিদর্শন।

ম্যাডাম: ঢাকার কয়টি ঐতিহ্যবাহী পণ্যের নাম বলুন

আমি: জামদানি……..

ম্যাডাম: আর?

আমি: এই মূহুর্তে মনে করতে পারছি না।

ম্যাডাম: একটা কবিতা বলেন

আমি: মুজিব মানে মুক্তি কবিতাটা বললাম

(সবাই তাকিয়ে ছিলেন। মনে হলো খুশি হয়েছে)

ম্যাডাম: আবৃত্তি শিখেন কোথাও?

আমি: না,। ম্যাডাম।

ম্যাডাম :কে এই মুজিব?

আমি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ম্যাডাম: কোথায় জন্মগ্রহণ করেন? 

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়

ম্যাডাম: জন্ম তারিখ বলেন?

আমি: ১৭ মার্চ,১৯২০

ম্যাডাম: কি বার?

আমি: বুধবার

ম্যাডাম: তার ডাক নাম কি?

আমি: খোকা

ম্যাডাম: আব্দুল গাফফার চৌধুরি কি বেচে আছেন?

আমি: না ম্যাডাম, তিনি ১৯ মে ২০২২ লন্ডনে মৃত্যুবরণ করেন

ম্যাডাম : প্রধানমন্ত্রীর নাম কি?

আমি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

(প্রস্তুতি নেবার সময় ভাবছিলাম এভাবে বলব- ববঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  কিন্তু ওখানে কিভাবে বললাম….)

স্যার : কিছু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাস করলেন।

ম্যাডাম ২: আপনার এন আইডির সাথে নাম মিলে না কেন?

আমি: ম্যাম,সনি আমার নিক নেইম।আমি এটা ঠিক করার জন্য অনলাইনে আবেদন করেছি।কপি এনেছি….

স্যার: (ধমক দিয়ে), ম্যাম কি!!! এটা কি শব্দ! এটা কি ফরমাল না ইনফরমাল।?  ফরমাল কাজ করতে আসছেন ইনফরমাল ওয়ারড ইউজ করেন কেন?

আমি: সরি স্যার,ভুল হয়ে গেছে

স্যার: ওকে।আপনি আসুন।

Primary Viva Experience

প্রাইমারী শিক্ষক নিয়োগের ভাইভা অভিজ্ঞতা

১৪/০৬/২০২২

জেলা:মাগুরা সদর

রুমে প্রবেশ করার পূর্বে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। সালাম দেওয়ার সাথে সাথে ডিসি স্যার বসতে বললেন।

আমি: ধন্যবাদ স্যার

ডিসি স্যার: এটা আপনার প্রথম চাকরীর ভাইভা?

আমি: জ্বি স্যার

ডিসি স্যার: বাসা কোথায়?

আমি: পারনান্দুয়ালী,মোল্যাপাড়া

ডিসি স্যার: মোল্যাপাড়া আগে কেন হলো না?পারনান্দুয়ালী কেন আগে হলো??

আমি: স্যার পারনান্দুয়ালী একটা গ্রাম আর মোল্যাপাড়া একটা মহল্লা।পরিচিতির জন্য প্রত্যেক গ্রামে কিছু মহল্লা থাকে।আর এই মহল্লা গুলে নিয়েই গ্রাম গঠিত হয়।

ডিসি স্যার: কেন হবে? পারনান্দুয়ালী কেন নাম হলো??

আমি:দুঃখিত স্যার

ডিসি স্যার: কোথায় পড়াশোনা করেছেন?

আমি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে।

ডিসি স্যার: ওওও দর্শনশাস্ত্র। পড়াশোনা শেষ??

আমি: জ্বি স্যার কিন্তু মাস্টার্সের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি।

ডিসি স্যার: Theology কি?

আমি: ধর্মতত্ত্ব

ডিসি স্যার: Mythology কি?

আমি: দুঃখিত স্যার( নার্ভাস ছিলাম)

ডিসি স্যার: মানসম্মত শিক্ষা কি?

আমি: দুঃখিত স্যার

ডিসি স্যার: বাবা কি করে?

আমি: ব্যবসা করে।

ডিসি স্যার: কিসের ব্যবসা?

আমি: জুতা স্যান্ডেলের দোকান আছে।

ডিসি স্যার: কয় ভাইবোন আপনারা?

আমি: স্যার আমরা ২ বোন। কোনো ভাই নাই।

ডিসি স্যার: বোন কি ছোট নাকি বড়?? কি করে?

আমি: ছোট স্যার।অর্নাস ২য় বর্ষ পড়াশোনা করে।

ডিসি স্যার: প্রাইমারী চাকরি হলে করবেন?

আমি: জ্বি স্যার অবশ্যই করবো। এই মুহূর্তে চাকরিটা খুব দরকার।

ডিসি স্যার:কেন করবেন?

আমি: জ্ঞান অর্জন করার জন্য আর আমার অর্জিত জ্ঞান শিশুদের মাঝে বিকাশিত করার উদ্দেশ্য।

ডিসি স্যার: বিশ্ববিদ্যালয়ে পড়ে কি জ্ঞান অর্জন করেন নি??

আমি: জ্বি স্যার করেছি এবং আমার সেই অর্জিত জ্ঞান শিশুদের মাঝে বিকাশিত করতে চাই।আর নিজেও শিখতে চাই।আমাদের দর্শনের ভাষায়  আছে আগে নিজেকে জানো।আর নিজেকে জানতে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই।

ডিসি স্যার: এমন কথা দর্শনশাস্ত্রে আছে কি?

আমি: জ্বি স্যার।সক্রেটিস বলেছেন Know Thyself নিজেকে জানো।

ডিসি স্যার: ম্যাম স্যারদের বললেন  আপনারা প্রশ্ন করেন।

ম্যাম: কিছুক্ষণ ভেবে।আমি প্রাইমারী স্কুলের শিক্ষক হতে চাই ইংরেজিতে বলেন।

আমি: I want to be a primary teacher.

ডিপিইও স্যার: একটা খাতা এগিয়ে দিয়ে তিন সংখ্যার একটি অংক লিখুন যা ৫ দ্বারা ভাগ করা যায়?

আমি: ৫৫৫

ডিপিইও স্যার: মুচকি হাসলেন বললেন হয়েছে।

ম্যাম: এটা তো টেকনিক করে মুখেই বলা যেতো?

মি: স্যার যেহুতু লিখতে বললেন এজন্য লিখলাম ম্যাম।

ডিসি স্যার: আপনার Aim in life কি??

আমি: বিসিএস,প্রশাসনে যাবার ইচ্ছা।

ডিসি স্যার: তাহলে প্রাইমারী চাকরিতে কেন আসবেন??

আমি: স্যার প্রাইমারী চাকরি এজন্যই করতে চাই যেন আমি নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য অনেক সময় পাই।তাছাড়া আমার যেহেতু ভাই নাই সেহেতু পরিবারের পাশে থেকে পরিবারের প্রতি কর্তব্যগুলো পালন করতে চাই। তাছাড়া আমার জ্ঞানকে যথাযথভাবে প্রয়োগ করতে চাই।

ডিসি স্যার: ব্যবসা করেও তো জ্ঞান প্রয়োগ করা যায়??

আমি: জ্বি স্যার তবে প্রয়োগের বিভিন্ন ক্ষেত্র রয়েছে।ব্যবসায় প্রয়োগ করলে মূলধন বৃদ্ধি পাবে আর শিক্ষায় প্রয়োগ করলে আমার জ্ঞান আরো শাণিত হবে।

ডিসি স্যার: আপনি আসতে পারেন।

আমি: ধন্যবাদ ও সালাম দিয়ে কাগজপত্র নিয়ে বের হয়ে এলাম।

প্রাথমিকের ভাইভা অভিজ্ঞতা 2022

ভাইভা অভিজ্ঞতা:

শারমিন শিলা

১৩-০৬-২০২২

গাজিপুর জেলা,ঢাকা

আমি: সালাম দিয়ে প্রবেশ করলাম।

DC স্যার : বসুন।

DC স্যার : খাতায় লিখুন ‘বাংলাদেশ একটি স্বাধীন দেশ’

আমি: লিখলাম [ OMR এরসাথে হাতের লিখা মিলিয়ে নিলেন]

DC স্যার: কোথায় পড়াশোনা করেছেন?

আমি: উত্তর দিলাম।

এক্সটারনাল : Introduce Yourself?

আমি : নিজেকে Introduce করলাম।

এক্সটারনাল: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

আমি: ৬.১৫ কিমি [সংযোগসহ : ৯.৮৩ কিমি ]

এক্সটারনাল: পদ্মা সেতু কবে উদ্বোধন করা হবে?

আমি: ২৫জুন, ২০২২

এক্সটারনাল: অস্থায়ী সরকার গঠিত হয় কোথায়?

আমি: ত্রিপুরা, আগড়তলা [ শপথ গ্রহন: মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা, মুজিবনগর]

এক্সটারনাল: মেহেরপুর কোন বিভাগের অন্তর্গত?

আমি: তৎকালীন কুষ্টিয়া বর্তমান খুলনা জেলার অন্তর্ভূক্ত।

এক্সটারনাল: পদ্মা সেতুর অর্থায়নে দুর্নীতির অভিযোগ আনেন কে?

আমি : ড. মুহম্মদ ইউনুস

এক্সটারনাল: আপনি গান,কবিতা পারেন?

আমি: জ্বি স্যার।

 [যদিও গান, কবিতা কিছুই করতে বলনি]

প্রাথমিক শিক্ষক নিয়োগ ১ম দিনের ভাইভা অভিজ্ঞতা ২০২২। যা জানতে চাওয়া হলো

সহকারি শিক্ষক নিয়োগ ভাইভা

প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০২০ এর বিভিন্ন জেলার মৌখিক পরীক্ষার সময়সূচিঃ

১. কিশোরগঞ্জ জেলা: ১৪ জুন- ৬ জুলাই।

২. ময়মনসিংহ জেলা: ১২ জুন- ১০ আগস্ট।

৩. ফেনী জেলা: ১৮ জুন-০৩ জুলাই।

৪. নরসিংদী জেলা: ১৬-১৮ জুন।

৫. গাজীপুর জেলা: ১৩ জুন- ১৮ জুলাই।

৬. কুমিল্লা জেলা: ১২ জুন-৮ আগস্ট।

৭. লালমনিরহাট: ১২-০২ জুলাই।

৮. চট্রগ্রাম জেলা: ১৪ জুন – ১৮ আগস্ট।

৯. ঢাকা জেলা: ১৫ ‍জুন-২৬ জুলাই।

১০. চাঁপাইনবাবগঞ্জ জেলা: ১২ জুন- ২ আগস্ট।

১১. সিরাজগঞ্জ জেলা: ১২-২১ জুন।

১২. লক্ষ্মীপুর জেলা: ১২ জুন।

১৩. শেরপুর জেলা: ১৫-১৬ জুন।

ভাইভা পরিক্ষায় ভালো করতে হলে সর্বোপরি কনফিডেন্ডের সহিত সুন্দর করে গুছিয়ে কথা বলার দক্ষতা বাড়াতে হবে।

প্রাথমিক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা দেখুন

Primary viva experience 1st step

Md Majharul Islam 

AdminBd

About adminbd

John Romeo is a content writer.

View all posts by adminbd →