শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকগণ

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এর নম্বর বন্টন – সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এর নম্বর বন্টনঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান বা সহকারী শিক্ষক নির্বাচনের জন্য নম্বর মানবন্টন

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এর পদ্ধতি

প্রতিবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়। প্রথমে উপজেলা পর্যায়ে শিক্ষকগণ প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলায় উত্তির্ন হন। উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকগণ প্রতিযোগিতা করেন জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষকদের নিয়ে প্রতিযোগিতা হয় বিভাগীয় পর্যায়ে।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকগণ

বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষকগণ পরবর্তীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এ অংশ গ্রহণ করেন। এভাবেই প্রতিটি ধাপে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এর নম্বর বন্টন

১.SSC- প্রথম বিভাগ- ২ নম্বর।

২. HSC- প্রথম বিভাগ- ২ নম্বর

৩. C-IN-ED/DPEd প্রথম বিভাগ- ২ নম্বর।

৪. স্নাতক/অনার্স -প্রথম বিভাগ/শ্রেণি – ২ নম্বর।

৫. স্নাতকোত্তর/বি-এড/এম-এড-প্রথম শ্রেণি -২নম্বর।

৬. অভিজ্ঞতা-১০ বছর- ২ নম্বর, ১৫ বছর- ৩, ২১ বছর- ৪, ২৬ বছর- ৫।

৭. শিক্ষামূলক প্রকাশনা/ গবেষণা- ৫।

৮.শিক্ষকের হাতের লেখা ও চক বোর্ড ব্যবহার- ৩।

৯.নিজ স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী- ৪

১০.সৃজনশীল প্রশ্ন তৈরির ও মূল্যায়নের দক্ষতা- ৩।

১১. শিশুদের নিকট জনপ্রিয়তা -৩

১২. সহপাঠ্যক্রমে সম্পৃক্ততা ও বিশেষ কৃতিত্ব-৫

১৩. সপ্তাহে ৩০ পিরিয়ড ক্লাস করা-৩

১৪. পাঠ পরিকল্পনা অনুসারে পাঠদান দক্ষতা- ৩

১৫. যে বিষয়ে শিক্ষা দেন সে বিষয়ে শিক্ষকের দখল-৩

১৬. ভাষা শিক্ষাদানে যথাযথ কৌশল-৩

১৭. প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে জ্ঞানের গভীরতা এবং কর্মকেন্দ্রিক পাঠদানে দক্ষতা-৩

১৮. স্থানীয়ভাবে সহজলভ্য শিক্ষোপকরণ তৈরি ও ব্যবহার-৩

১৯. শিখন শেখানো কার্যাবলিতে উপকরণ ব্যবহারে দক্ষতা-৩

২০. শিখন শেখানোতে শিক্ষকের বাচনভঙ্গি ও পাঠ বুঝানোর কৌশল-৩

২১. শিক্ষার্থীদের প্রশ্ন করে উত্তর আদায়ে দক্ষতা ও শিশুদের প্রশ্ন করার সুযোগদান-৩

২২. পাঠদানে আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি -৩

২৩. শিশুদের নাম ও পারিবারিক পরিচিতি জানা এবং স্নেহ করা-৩

২৪. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন-৩

২৫. স্কুল বহির্ভূত ছেলেমেয়েদেকে বিদ্যালয়ে আনা ও বিদ্যালয় পরিত্যাগ রোধ-৩

২৬. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ মূল্যায়ন-২

২৭. অধ্যায় শেষে পাক্ষিক/ মাসিকপরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র সংরক্ষণ-২

২৮. রেকর্ডপত্র সংরক্ষণ এবং হালফিল-৩

২৯. নিয়মানুবর্তিতা -৩

৩০. বিদ্যালয়ে বাগান করা-২

৩১. বিদ্যালয়ের প্রতি আন্তরিকতা-৩

৩২. কমিটি কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ-১০।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ফরম / শিক্ষক মূল্যায়ন ফরম

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এর নম্বর বন্টন - সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এর নম্বর বন্টন - সরকারি প্রাথমিক বিদ্যালয়

About adminbd

John Romeo is a content writer.

Check Also

প্রাথমিকের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা প্রদান

প্রাথমিকের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা প্রদান

২০২১-২২ অর্থবছরের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা এন্টি, যাচাই-বাছাই ও অনুমোদন …