গুণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর আগে জানতে হবে। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত নিয়ম। অর্থাৎ যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলা হয়।
গুন এর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। এক ব্যক্তির দৈনিক আয় ২৫০ টাকা। তার এক মাসের আয় বের করতে হলে কী করতে হবে?
উত্তর : ১ দিনের আয়কে ৩০ দ্বারা গুণ করতে হবে।
২। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ৯৯ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ১০০০ × ৯৯ = ৯৯০০০।
৩। গুণ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত?
উত্তর : ৯৯৯ × ১০০ = ৯৯৯০০।
৪। এক বান্ডিলে ১০০ নোট থাকলে, ৫ টাকার ৫টি বান্ডিলে কত টাকা থাকবে?
উত্তর : (১০০ × ৫ × ৫) = ২৫০০ টাকা।
৫। একটি সাইকেলের দাম ৪৮৫০ টাকা হলে, ১০টি সাইকেলের দাম কত?
উত্তর : (৪৮৫০ × ১০) = ৪৮৫০০ টাকা।
৬। ২১৭০ কে ১১০ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : (২১৭০ × ১১০) = ২৩৮৭০০।
৭। গুণ্য ৬৩৮১ এবং গুণক ২১৫ হলে, গুণফল কত?
উত্তর : ১৩৭১৯১৫।
৮। এক রিমে ৫০০ তা কাগজ থাকে। ৩০০টি রিমে কত তা কাগজ থাকবে?
উত্তর : ১৫০০০০ তা কাগজ।
৯। একটি গুদামে ৮৩২৬ কেজি চাল আছে। এরূপ ৬০০টি গুদামে কত কেজি চাল আছে?
উত্তর : ৪৯৯৫৬০০ কেজি চাল।
১০। একটি নার্সারিতে ২৫৩৮টি চারাগাছ আছে। এরূপ ৪৮২টি নার্সারিতে কয়টি চারাগাছ আছে?
উত্তর : ১২২৩৩১৬টি চারাগাছ।
১১। একটি বইয়ে ২০৩৮টি পৃষ্ঠা আছে। এরূপ ৪৩৯টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে?
উত্তর : ৮৯৪৬৮২টি।
১২। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : গুণ্য × গুণক = গুণফল।
১৩। গুণ্য কাকে বলে?
উত্তর : যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে।
১৪। গুণক কাকে বলে?
উত্তর : যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে।
১৫। গুণফল কাকে বলে?
উত্তর : গুণ করে যা পাওয়া যায় তাকে গুণফল বলে।
১৬। যেকোনো সংখ্যাকে শূন্য (০) দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : গুণফল শূন্য (০) হবে।