সরকারি চাকরির আবেদন ফি নির্ধারন করে দিলো অর্থ মন্ত্রণালয়

সরকারি চাকরির আবেদন ফি নির্ধারন করে দিলো অর্থ মন্ত্রণালয়

সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/ দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে “পরীক্ষা ফি
নিম্নরুপ ভাবে পুন:নির্ধারণ করা হলো:

সরকারি চাকরির আবেদন ফি

  • ৯ম গ্রেড বা তদুর্ধ গ্রেড (নন ক্যাভার) ৬০০/- ছেয়শত)
  • ১০ম গ্রেড ৫০০/- (পাঁচশত)
  • ১১তম এবং ১২ তম গ্রেড ৩০০/- (তিনশত)
  • ১৩তম থেকে ১৬তম গ্রেড ২০০/- (দুইশত)
  • ১৭তম থেকে ২০ তম গ্রেড ১০০/-(একশত)

শর্ত সমূহ:

ক) টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও “পরীক্ষা ফি”/ আবেদন ফি গ্রহণ করা যাবে এবং “পরীক্ষা ফি” বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে;

খ) টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক “পরীক্ষা ফি” বাবদ অর্থ গ্রহণের পরবর্তী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজন্ব ব্যাংক হিসেবে জমা করতে পারবে;

গ) “অনলাইন আবেদন” গ্রহণ না করা হলে “পরীক্ষা ফি / আবেদন ফি” বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে | তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে অর্ডারে এ অর্থ গ্রহণ করতে পারবে;

ঘ) “পরীক্ষা ফি / আবেদন ফি ” বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের “১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড” এবং “০৭ ভিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬৮ এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে;

আরো পড়ুন- 

ঙ) কোন প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) “পরীক্ষা ফি” জমা করতে চাইলে “১- প্রাতিষ্ঠানিক কোড (চার অংক বিশিষ্ট) পরিচালনা কোড (চার অংক বিশিষ্ট)-অর্থনৈতিক কোড (২০৩১)” এ জমা করতে হবে।

২। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারি চাকরির আবেদন ফি নির্ধারন / Govt Job Application fee

 

সরকারি চাকরির আবেদন ফি নির্ধারন করে দিলো অর্থ মন্ত্রণালয়

আবেদন ফি

About adminbd

John Romeo is a content writer.

Check Also

ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষার জন্য নির্দেশাবলী | DSS Somajkormi Exam 2022

ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষার জন্য নির্দেশাবলী | DSS Somajkormi Exam 2022

সমাজসেবা বিভাগের ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষার (MCQ) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ অক্টোবর …