বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
পরীক্ষার তারিখঃ ২১ ও ২৪ জুলাই ২০২২
জুনিয়র অপারেটর জিএসই পদের (ক্যাজুয়াল) মৌখিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ :
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ-এর জুনিয়র অপারেটর জিএসই পদের (ক্যাজুয়াল) লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার নিম্নবর্ণিত তারিখ ও সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ-এর প্রধান কার্যালয়, বলাকা ভবনের ৪র্থ তলায় মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
উত্তীর্ণ প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টসসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মাস্ক পরিহিত অবস্থায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে:
প্রয়োজনীয় কাগজপত্র
১. টেলিটক প্রদন্ত এপ্লিক্যান্ট কপি কোলার প্রিন্ট।
২. ১৬-০১-২০২২ খ্রিঃ তারিখের পূর্বে যানবাহন চালনায় কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতার সনদপত্র।
৩. যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও এতদসংক্রান্ত ডকুমেন্টসসমূহের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
৪. পাসপোর্ট সাইজের সত্যায়িত ০৪ কপি ছবি।
৫. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
৬. জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের মুলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
৭. মেয়র/চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদন্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
৮. লিখিত পরীক্ষার এডমিট কার্ডের কালার প্রিন্ট (০২ কপি)।
৯. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধার সমর্থনে সরকার কর্তৃক প্রদত্ত দলিলাদি (সনদপত্র, গেজেট,মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের অনলাইন কপি) এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানের সন্তানদের ওয়ারিশান সনদপত্র।
১০. অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস (যদি থাকে) এর মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
নিচে প্রদত্ত ইমেজ থেকে পরীক্ষার তারিখ ও সময় দেখে নিনঃ
Biman Bangladesh Airlines Viva Exam Date
বিমান বাংলাদেশ ভাইভা পরিক্ষার তারিখ ২০২২
Biman Bangladesh Viva Exam Date
Junior Operator viva Date