IPEMIS এ অনুমোদিত শিক্ষক পদ সংখ্যা সংশোধন করবেন যেভাবে

IPEMIS এ অনুমোদিত শিক্ষক পদ সংখ্যা সংশোধন করবেন যেভাবে 

IPEMIS এ বিদ্যালয়ের অনুমোদিত শিক্ষক পদসংখ্যা কম দেখালে আপডেট/সংশোধনের জন্য অনুসরণীয় ধাপসমূহ: 

  • এইউইও মহোদয়ের ইউজার আইডি থেকে ipemis লগইন করুন।
  • তারপর বিদ্যালয় ব্যবস্থাপনা মেনুতে প্রবেশ করুন। 
  • বিদ্যালয় তালিকা অপশন এ যান।
  • নির্দিষ্ট বিদ্যালয়ের পাশে ম্যানেজ অপশন এ প্রবেশ করুন।
  • বিদ্যালয় তথ্য আপডেট এই মেনুতে প্রবেশ করুন। 
  • একাডেমিক তথ্য তে যান।
  • স্ক্রল ডাউন করে নিচের দিকে অনুমোদিত শিক্ষক পদসংখ্যা পাবেন(অনুমতি প্রয়োজন)।
  • এবারে সংশোধন করে সেভ করুন।

নিচের চিত্রে সম্পুর্ন প্রক্রিয়া দেখানো হয়েছে

IPEMIS এ অনুমোদিত শিক্ষক পদ সংখ্যা সংশোধন করবেন যেভাবে

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারী (এপিএসসি) ২০২২ এ কর্মরত শিক্ষক পদসংখ্যা কম দেখালে শুমারী সাবমিট করলে ঠিক হয়ে যাবে। তবে IPEMIS এ চেক করে নিবেন অনুমোদিত ও কর্মরত ঠিক আছে কিনা?

অনুগ্রহ করে এপিএসসি তথ্য নির্ধারিত সময়ে সাবমিট ও অনুমোদন করার চেষ্টা করুন। প্রয়োজনে পেজের হেল্প ডেস্কে যোগাযোগ করুন।

এছাড়া কোনো সহযোগিতার প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখুন. 

IPEMIS এ অনুমোদিত শিক্ষক পদ সংশোধন আবেদন