প্রাথমিক শিক্ষায় ডিজিটাল কন্টেন্ট যেভাবে তৈরি হয়েছে

প্রাথমিক শিক্ষায় ডিজিটাল কন্টেন্ট যেভাবে তৈরি হয়েছে

প্রাথমিক শিক্ষায় ডিজিটাল কন্টেন্ট যেভাবে তৈরি হয়েছে তা আজ জেনে নিবো বিস্তারিত।  ডিজিটাল কন্টেন্ট

জাতীয় প্রাথমিক শিক্ষাক্রমের বাংলাদেশ প্রেক্ষাপট আলোকে

এনসিটিবি কর্তৃক প্রণীত প্রাথমিক শিক্ষাক্রম অনুযায়ী প্রতিটি অধ্যায়ের কাঙ্ক্ষিত শিখনফলের আলোকে আরো আকর্ষণীয় ও সহজবোধ্য করতে এই ডিজিটাল শিক্ষা কন্টেন্টসমূহ প্রস্তুত করা হচ্ছে। দেশিয় আবহে বিভিন্ন ধরনের ছবি, চার্ট, ডায়াগ্রাম, অডিও, ভিডিও সহ মাল্টিমিডিয়া উপকরণসমূহ সংযোজন করে অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে

প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত যেমন – বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ভিক্তিক শিক্ষক, প্রশিক্ষক, প্যাডাগোজি বিশেষজ্ঞ, কারিকুলাম বিশেষজ্ঞ, এডুকেশন সেক্টর বিশেষজ্ঞ, চাইল্ড সাইকোলজিস্ট, কালার, প্রোগামিং ও অ্যানিমেশন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রতিটি অধ্যায়ের কাংখিত শিক্ষণ ফলের আলোকে এই ডিজিটাল শিক্ষা কন্টেন্টসমূহ প্রস্তুত করা হয়েছে।

মাল্টি ডিভাইসে ব্যবহারযোগ্য

এই কন্টেন্ট সমূহ বিভিন্ন ধরনের ডিভাইসে যেমন ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেটে (উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড) এ ব্যবহার উপযোগি করে প্রস্তুত করা হয়েছে। ব্যবহার কারি তার ডিভাইস অনুযায়ী প্রয়োজন মত শিক্ষা উপকরণ এই সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

প্রাথমিক শিক্ষার উৎকর্ষ সাধন এবং বিশ্বমানের ভবিষ্যৎ প্রজন্ম বিনির্মাণে ডিজিটাল শিক্ষা কন্টেন্ট এক যুগান্তকারী মাইলফলক।

লানা হুমায়রা উর্ধ্বতন বিশেষজ্ঞ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ

ডিজিটাল শিক্ষা কন্টেন্ট তৈরির প্রক্রিয়া ও ফোকাস এরিয়া চিহ্নিত করতে শেখার মাধ্যমে শিক্ষার্থীকে জটিল কন্টেন্ট সহজে বুঝাতে সক্ষম হব।

নাসরুদা খানমপ্রধান শিক্ষক, চুড়ামনকাঠি সপ্রাবি, সদর, যশোর

ডিজিটাল শিক্ষা কন্টেন্ট ব্যবহার করে পাঠদান করলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।

 জেসমিন নাহা্‌ প্রধান শিক্ষক, ৪২ নং নওয়াবেকি সপ্রাবি, শ্যামনগর, সাতক্ষীরা

উন্নত ভবিষ্যত গড়তে হলে ডিজিটাল শিক্ষা কন্টেন্ট এর বিকল্প নেই।

 মো. মনোয়ার রশিদ খান ,প্রধান শিক্ষক, চর শেফালী সপ্রাবি, মেহেন্দিগঞ্জ, বরিশাল

ডিজিটাল দেশ গড়তে হলে ডিজিটাল শিশু তৈরি করতে হবে। আর ডিজিটাল শিশু গড়বে ডিজিটাল শিক্ষা কন্টেন্ট

 জি এম শফিউল আজম , প্রধান শিক্ষক, ৪১ নং ছোট কুপটা সপ্রাবি, শ্যামনগর, সাতক্ষীরা

About admin

Check Also

প্রাথমিকের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা প্রদান

প্রাথমিকের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা প্রদান

২০২১-২২ অর্থবছরের জুলাই/ডিসেম্বর মাসের বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের নিমিন্ত পেন্ডিং চাহিদা এন্টি, যাচাই-বাছাই ও অনুমোদন …