প্রাথমিক শিক্ষক নিয়োগ ১ম দিনের ভাইভা অভিজ্ঞতা ২০২২ঃ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 এর প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে আজ। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। আজ আমরা এখানে আজকের মৌখিক পরীক্ষার কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরব। আসুন দেখে নেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা অভিজ্ঞতা।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ রিয়েল ভাইভা
প্রশ্নঃ আপনার নাম কি?
উত্তরঃ আব্দুর রহিম
প্রশ্নঃ আব্দুর রহিম অর্থ কি?
উত্তরঃ দয়ালুর গোলাম
প্রশ্নঃ জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থের নাম বলুন?
উত্তরঃ ধূসর পান্ডুলিপি
প্রশ্নঃ আমি আপনাকে খাওয়াই ট্রান্সলেট করুন
উত্তরঃ I feed you.
প্রশ্নঃ BUETএর ফুল মিনিং কি?
উত্তরঃ Bangladesh University of Engineering and Technology
প্রশ্নঃ পদ্মা সেতু কোন কোন জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মাওয়া ও রাজবাড়ী (পরক্ষণে নিজেই বুঝতে পারলাম মাওয়া কোন জেলার নাম নয়, তাই বললাম- স্যরি স্যার, এই মুহুর্তে মনে করতে পারছিনা।)
হবে: মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় দিবস গুলোর নাম বলুন।
উত্তরঃ বাংলাদেশের জাতীয় দিবস একটি, ২৬ মার্চ।
প্রশ্নঃ ২৬ মার্চ কে কত সালে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়?
উত্তরঃ ১৯৮০ সালে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম কি?
উত্তরঃ সায়েরা খাতুন।
প্রশ্নঃ দু’জন শহীদ বুদ্ধিজীবীর নাম বলুন।
উত্তরঃ এখানে আমি একটু কৌশলের আশ্রয় নিলাম, ভাইভা বোর্ডে মোট সদস্য ছিলেন তিনজন, প্রশ্নের ধরন ও কথাবার্তা শুনে আমার কাছে তিন সদস্যের মধ্যে দু’জনকে হিন্দু মনে হয়েছিল, তাই প্রথমেই বললাম: শহীদ ড. গোবিন্দ চন্দ্র দেব। তারপরে বললাম: শহীদ ড. শামসুজ্জোহা। উত্তর শুনে সবাইকে খুশি মনে হল।
প্রশ্নঃ ট্রান্সলেট করুন: জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
উত্তরঃ District Education Office.
(উত্তর শুনেও নতুন প্রশ্ন না করে স্যার চুপ থাকলেন, আমি বুঝতে পারলাম কোথাও গোলমাল হয়েছে)
Sorry Sir, District Primary Education Office.
স্যার: প্রথম বার ভুল করলেন যে?
উত্তরঃ স্যার প্রথমে সম্পূর্ণটা খেয়াল করতে পারিনি।
কতজন বীরশ্রেষ্ঠের বাড়ি খুলনা বিভাগের মধ্যে?
উত্তরঃ ২ জন।
নাম বলুন।
উত্তরঃ মতিউর রহমান (স্যার বিস্ময়ের চোখে তাকিয়ে- মতিউর রহমান?) স্যরি স্যার, হামিদুর রহমান ও নূর মোহাম্মদ শেখ। (বেশি এক্সাইটেড হওয়ার কারণে প্রথমে ভুল করেছিলাম?)
প্রশ্নঃ আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন?
উত্তরঃ সমাজকর্ম।
প্রশ্নঃ সমাজকর্ম কি বুঝিয়ে বলুন।
উত্তরঃ বললাম।
প্রশ্নঃ নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্যে আপনি কোনটি করবেন?
উত্তরঃ কবিতা আবৃত্তি, আমি নিজে ছড়া-কবিতা লিখি, আমি কি নিজের লেখা কবিতা আবৃত্তি করব স্যার?
(একজন স্যার মাথা নেড়ে সায় দিলেন)
প্রাথমিক শিক্ষক নিয়োগ ১ম দিনের ভাইভা অভিজ্ঞতা
উত্তরঃ আমাদের এই দেশ
রাহাত রহিম
আমাদের এই দেশ সবুজ শ্যামল
পুকুর দীঘিতে করে পানি টলমল।
ঝাঁক বেঁধে উড়ে যায় সারি সারি বক
সময়টা কত হলো জানায় মোরগ।
দিগন্তে মিশে যায় নীলাভ আকাশ
নদী তীরে দাপাদাপি করে বালি হাঁস।
গাছে গাছে ডালে ডালে পাখি দেয় উঁকি
মেঠো পথে স্কুলে হেঁটে যায় খুকি।
যামিনীর নিঝঝুম ভাঙ্গে নিশাচর
আমাদের এই দেশ সম্ভাবনার।
ঠিক আছে আপনি আসুন
উত্তরঃ ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।
প্রার্থীর নাম : আব্দুর রহিম
জেলা : সাতক্ষীরা
আজকের মৌখিক পরীক্ষার ভাইভা অভিজ্ঞতা ২০২২
প্রশ্নঃ আপনার নাম কি?
উত্তরঃ আফসানা খাতুন
প্রশ্নঃ আফসানা খাতুন অর্থ কি?
উত্তরঃ
প্রশ্নঃ মিশর কোথায় অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের প্রান্তদেশে অবস্থিত এই দেশটি এশিয়ার সাথে সংযুক্ত।
প্রশ্নঃ মিশর কেন বিখ্যাত?
উত্তরঃ সুপ্রাচীন নিল নদের প্রবাহমানতা, শস্য উৎপাদনের জন্য এর উর্বর কূলবর্তী ভূমিসমূহ এবং সুপ্রশস্ত ’নিল’ ব-দ্বীপের জন্য মিশর সবচেয়ে বেশি বিখ্যাত।
প্রশ্নঃ আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তরঃ জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত।
প্রশ্নঃ ম্যাপে লালমনিরহাটের অবস্থান কি?
উত্তরঃ লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশে লালমনিরহাট জেলার অবস্থান-
স্থানাঙ্ক: ২৬°০′ উত্তর ৮৯°১৫′ পূর্ব
প্রশ্নঃ লালমনিরহাট কেন বিখ্যাত?
উত্তরঃ লালমনিরহাট জেলা তিস্তা নদী, তিনবিঘা কড়িডোর, বুড়িমারী স্থল বন্দর এবং লালপাথর এর জন্য বিখ্যাত।
প্রশ্নঃ ইংরেজি রিডিং পড়ুন। ( ৫ম শ্রেণির বই দেয়া হয়েছিলো)
প্রশ্নঃ বাংলা রিডিং পড়ুন ?
প্রশ্নঃ নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্যে আপনি কোনটি করবেন?
উত্তরঃ কবিতা আবৃত্তি
ঠিক আছে আপনি আসুন
উত্তরঃ ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।
নিজ জেলা লালমনিরহাট
প্রাইমারি নিয়োগ ভাইভা প্রস্তুতি নিবেন যেভাবে। Primary Viva Preparation
প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগ ভাইভা
১) About Yourself বাংলা ও ইংরেজিতে নোট করবেন৷ নিজের নাম, বাবা মায়ের নাম পেশা, শিক্ষা, নিজের দুর্বল দিক ও সবল দিক, পছন্দ অপছন্দ, লক্ষ্য এইসব বিষয়গুলো আসতে হবে।
২) মুক্তিযুদ্ধের আদ্যোপান্ত জানতে হবে। তবে প্রাইমারির জন্য বেসিক বিষয়গুলো ভুল করা যাবে না৷
৩) জাতির পিতা ও শেখ হাসিনা সম্পর্কে আদ্যোপান্ত জানতে হবে৷
৪) নিজ জেলা সম্পর্কে জানতে হবে।
৫) নিজের সাবজেক্ট এর বেসিক বিষয়গুলো জানতে হবে৷ যেমন, আপনি আপনার বিষয়ে অর্জিত জ্ঞান কীভাবে প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োগ করবেন?
৬) বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা রাখতে হবে৷ বিশেষ করে দেশের উন্নয়ন। যেমন পদ্মা সেতু
৭) প্রাইমারি এডুকেশন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে৷ কেন আপনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চান এই প্রশ্নের সুন্দর উত্তর গুছিয়ে রাখুন৷
৮) বিখ্যাত কবির কবিতা জানতে হবে এবং আবৃত্তি করার দক্ষতা থাকতে হবে৷ রবীন্দ্র ও নজরুল সংগীত জানা ও গাইতে জানতে হবে৷ লালন, হাসন, বাউল আব্দুল করিম সহ অন্যান্য খ্যাতিমান বাউল সাধকদের গান জানা থাকতে হবে। সর্বোপরি আপনাকে হতে হবে সংস্কৃতিমনা৷
৯) অনুবাদে দক্ষতা থাকতে হবে৷ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি বেসিক জ্ঞান থাকতে হবে।
১০) সর্বোপরি কনফিডেন্ডের সহিত সুন্দর করে গুছিয়ে কথা বলার দক্ষতা বাড়াতে হবে।
প্রাথমিক নিয়োগ আজকের ভাইভা প্রশ্ন
Todays Primary viva experience