প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন শিক্ষক বদলির শর্তাবলীঃ
- আপনার বিদ্যালয় যদিও 84 জন শিক্ষক না থাকে তাহলে আপনি বদলির আবেদন করতে পারবেন না।
- আপনার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১ঃ৪০ এর বেশি হলে আপনি বদলি যোগ্য হবেন না।
- আপনার নিয়োগের দুই বছর পূর্ণ না হলে আপনি বদলি যোগ্য হবেন না।
- এছাড়াও বদলির জন্য নির্দিষ্ট কিছু কারণ আপনাকে দেখাতে হবে, যৌক্তিক কারণ এবং সেই কারণের অনুপাতে যথেষ্ট প্রমাণাদি সরবরাহ করতে হবে।
- যথোপযুক্ত কারণ এবং প্রমাণ ছাড়া সেই শিক্ষক বদলি যোগ্য বলে বিবেচিত হবেন।
অনলাইন শিক্ষক বদলির আবেদন:
- বদলির আবেদন এর জন্য আপনি প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটের মেনু বারে শিক্ষক বদলি নামে Option দেয়া হয়েছে। সেখানে প্রবেশ করলে আপনি বদলির আবেদন করতে পারবেন। এছাড়া আমাদের দেয়া নিচের লিংকে ক্লিক করে আপনি বদলির আবেদন এর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন-
অনলাইন শিক্ষক বদলি: আবেদনের লিংক –http://myschool.eis.dpe.gov.bd/login
- ব্যবহারকারীর ধরণ নির্বাচন করুন আপনি সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক সিলেক্ট করুন।
- আপনার ipemis এ ব্যবহৃত মোবাইল নম্বর এবং ipemis এ ব্যবহৃত পাসওয়ার্ড প্রবেশ করান এখন লগ-ইন বাটনে চাপুন।
- বামপাশের মেনু বাটন থেকে বদলির আবেদন এই অপশনে ক্লিক করুন।
- আপনার স্বাক্ষর আপলোড করার জন্য বলা হচ্ছে আপনার স্বাক্ষর স্ক্যান করে অথবা ছবি তুলে আপলোড বাটনে ক্লিক করে আপলোড করুন।
- আপলোড হয়ে গেলে জমা দিন বাটনে চাপ দিন.
- আপনি আপনার পছন্দের তিনটি (কমপক্ষে একটি) বিদ্যালয় বাছাই করে পরবর্তী বাটনে চাপ দিন।
- বদলির যথোপযুক্ত কারণ এবং সেই কারণের স্বপক্ষে প্রমাণাদি দাখিল করবেন।
Read More-
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির অনলাইন আবেদন কিভাবে করবেন
যেসব কারণে বদলি আবেদন করতে পারবেন-
- নদীভাঙ্গন/অন্য কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়ী ঠিকানা পরিবর্তনের কারণে বদলি
- প্রতিবন্ধীতার কারণে বদলি
- স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি
- স্বামী/স্ত্রীর কর্মস্থলে বদলি
- বিধবা বা তালাকপ্রাপ্তা হওয়ার করণে বদলি
- দূরত্বের কারণে বদলি (পুরুষের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা , মহিলার ক্ষেত্রে নিজ বা স্বামীর স্থায়ী ঠিকানা)
সহকারি শিক্ষক এবং প্রধান শিক্ষকগন বদলির আবেদন করার পর বদলির আবেদন কোন অবস্থায় রয়েছে তা ওয়েবসাইটে http://myschool.eis.dpe.gov.bd/login প্রবেশ করে ট্রাকিং নাম্বার দিয়ে ট্রাক করে দেখতে পারবেন।
Primary Teacher Transfer Apply 2022| my school dpe login | dpe transfer
শিক্ষক বদলি ২০২২ | অনলাইনে শিক্ষক বদলি | অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি | প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২ pdf | শিক্ষক বদলির আবেদন | অনলাইন শিক্ষক বদলি ২০২২ | অনলাইন শিক্ষক বদলি নির্দেশিকা